নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো বাঙালপুর বয়েজ ক্লাব। রবিবার বাগনান-১ ব্লকের বাঙালপুর গ্রামে বাঙালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল। এদিন মোট ৬১ জন রক্তদান করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস সহ অন্যান্যরা। সংগঠনের কর্তা দীপঙ্কর ঘোষ জানান, প্রতিবছর গ্রীষ্মকালে এই রক্তদান শিবির তারা আয়োজন করেন। রক্তদান শিবিরের পাশাপাশি রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।