নিজস্ব সংবাদদাতা : মুমূর্ষু রোগীদের স্বার্থে রক্তদান শিবিরের আয়োজন করল তুলসীবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার উলুবেড়িয়া-২ ব্লকের তুলসীবেড়িয়ায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি, হাওড়া জেলা পরিষদের উপাধ্যক্ষ মদন মোহন মন্ডল, উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের পাশাপাশি তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ায় এদিন নির্মল মাজিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।