বিশেষ প্রতিবেদক : বঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপি ও সংযুক্ত মোর্চার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে জোর কদমে দেওয়াল লিখনের কাজ চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের কর্মীরা।
দেওয়াল লিখনে বিভিন্ন স্লোগান, প্রতীক ব্যবহার করা হচ্ছে। আর তার মাধ্যমেই একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলছে। এই মুহূর্তে দেওয়াল লিখনে সবচেয়ে বেশী ব্যবহার হচ্ছে ‘খেলা হবে’ কথাটি। বলা বাহুল্য, এই কথাটি বেশী ব্যবহার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
কিন্তু, এর পাল্টা হিসাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে থাকা নীল-সাদা হাওয়াই চটিও এবার প্রচারে উঠে এসেছে। বিজেপির দেওয়াল লিখনে নীল-সাদা হাওয়াই চটি নিয়ে কটাক্ষের ছবি ধরা পড়েছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের যদুরবেড়িয়া এলাকায়। এখানে দেওয়াল লিখনে পেশাদারী কায়দায় আঁকা হয়েছে ‘নীল-সাদা’ হাওয়াই চটি। যা এক ঝলক দেখলে মনে হবে কোনো দলীয় প্রতীক। আদপে কিন্তু তা নয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে থাকা হাওয়াই চটিকে কটাক্ষ করে দেওয়ালে লেখা হয়েছে, “পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো/হাওয়াই চটি বদলে ফেলো।” আবার, ‘কাটমানি’ লেখা হাওয়াই চটির একটি ফিতাও ছেঁড়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতীকী কায়দায় বাংলায় শাসক বদলের ডাক দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিজেএমটিইউয়ের রাজ্য সহ-সভাপতি সঞ্জয় চ্যাটার্জী জানান, “দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে এই মুহূর্তে এরচেয়ে ভালো শ্লোগান আর হয় না।” যদিও, এই ধরনের দেওয়াল লিখনকে ‘ব্যক্তি আক্রমণ’ বলে দাবী করেছেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল নেতা আব্বাসউদ্দিন খান। তবে বিষয়টিকে যে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন এলাকাবাসী তা আর বলার অপেক্ষা রাখেনা।