বাগনানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন, সংবর্ধনা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ৫ ই সেপ্টেম্বর ভারতে জাতীয় শিক্ষক দিবস পালিত হলেও বিশ্বজুড়ে ৫ ই অক্টোবর দিনটিকে শিক্ষক দিবস উদযাপিত হয়। এবার আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হল গ্রামীণ হাওড়ার বাগনানে।।এই উপলক্ষ্যে গ্রামীণ হাওড়া সাংস্কৃতিক চক্র নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বাগনানের বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, এদিনের অনুষ্ঠানে মোট ৫১ জনকে সংবর্ধনা দেওয়া হয়। অন্যতম উদ্যোক্তা তথা বাগনান-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু জানান, বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি নাচ, গান, অঙ্কন, আবৃত্তির শিক্ষাগুরুদেরও এদিন সম্মান জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বিশিষ্ট সমাজকর্মী মাধুরী ঘোষ, শিক্ষক সৌরভ দোয়ারী সহ অন্যান্যরা।