উলুবেড়িয়ায় মোহনাবাগান দিবস পালন, দুঃস্থ ফুটবলারদের ক্রীড়া সামগ্রী প্রদান

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ২৯ শে জুলাই। ঐতিহাসি মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই শিল্ড ফাইনালে ইংল্যান্ডের ইস্ট ইর্য়কশায়ারকে হারিয়ে শিল্ড জিতেছিল মোহনবাগানের স্বপ্নের একাদশ,গর্বের একাদশ। সবুজ-মেরুণ সমর্থকদের কাছে এই দিনটির তাৎপর্য, মাহাত্ম্য, আবেগই আলাদা। প্রতিবছরের মতো এবারও মোহনবাগান দিবস পালন করল উলুবেড়িয়া মহকুমার মোহনবাগান ফ্যান ক্লাব ‘উলুবেড়িয়া মেরিনার্স’। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

এই উপলক্ষ্যে শুক্রবার সকালে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিয় ক্লাবের সবুজ মেরুন পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কাটেন সবুজ-মেরুন সমর্থকরা। এর পাশাপাশি, এদিন বেশ কয়েকজন দুঃস্থ ফুটবলারের হাতে জার্সি, বুট সহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তুলে দেন উলুবেড়িয়া মেরিনার্সের সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক কুন্তল কোলে, শক্তি সংঘের সম্পাদক বিশ্বজিৎ হালদার সহ বহু মোহনবাগান ভক্ত।