নিজস্ব সংবাদদাতা : বাঙালি মানেই উৎসবে মেতে থাকা। বাঙালি সব ঋতুতেই আনন্দ প্রিয়। তাইতো গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত তারই মাঝে অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার কালী বাড়ির মা শ্রী শ্রী আনন্দময়ীর প্রতিষ্ঠা দিবস। মা যেমন একদিকে শান্তি দায়িনী আবার অন্যদিকে আনন্দদায়িনী, তাইতো আমাদের এই মায়ের নাম শ্রী শ্রী আনন্দময়ী ,সবার মনে সর্বদা আনন্দ প্রদান করে থাকেন। উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি ১০৩ তম প্রতিষ্ঠা দিবসের সূচনা হয়েছে শুক্রবার সন্ধ্যায় ।এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় । বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এই উপলক্ষে উলুবেরিয়া কালিবাড়ির পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গঙ্গারতি আতশবাজির প্রদর্শনী সহ একাধিক অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। গঙ্গাবক্ষে এই উপলক্ষে কড়া পুলিশি নজরদারি ব্যবস্থা করা হয়েছে। ২৯ শে বৈশাখ ১৩ই মে শুক্রবার বিকালে শারদীয় স্মরণিকা পত্রিকা উন্মোচন ও বিশিষ্ট মাতৃভক্ত সম্মান জ্ঞাপন করা হয় ।সন্ধ্যায় শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতার সন্ধারতি ও গঙ্গা রতি হয়। ৩০শে বৈশাখ ১৪ই মে শনিবার ভোর বেলায় মঙ্গলারতি ও তোপ ধনী এবং মাতৃভক্ত বৃন্দ দারা প্রভাতফেরী হয়, এছাড়াও সারা দিনরাত ব্যাপী মায়ের বিশেষ পূজা হোম চণ্ডীপাঠ ব্যবস্থা করা হয় ।দুপুরে জনসাধারণের জন্য ভোগের ব্যবস্থা করা হয় ,সন্ধ্যায় আবারো গঙ্গা রতি আতশবাজি প্রদর্শনী ও হরিনাম সংকীর্তন ও মহাপ্রভুর শুভাধিবাস অনুষ্ঠিত হয়।