লেখিকার কলমজুড়ে প্রান্তিক মানুষের জীবনকথা, বাগনানে মহাশ্বেতা দেবীর জন্মদিন পালন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : তাঁর কলম থেকে বারেবারে উঠে এসেছে সমাজের অসহায়, বঞ্চিত, নিপীড়িত, দুর্দশাগ্রস্ত, বিপন্ন মানুষের কথা। দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক মানুষকে তিনি কাজ করেছেন। তাঁদের উন্নতির স্বার্থে দীর্ঘ লড়াই চালিয়েছেন। এভাবেই সমাজের প্রান্তিক মানুষের কথাকার হয়ে উঠেছেন মহাশ্বেতা দেবী। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা মহাশ্বেতা দেবীর জন্মদিন পালিত বাগনানে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

শুক্রবার বাগনানের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’-এর উদ্যোগে বাগনান পান আড়তে কবিকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাশ্বেতা দেবীর ছবিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দশজন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সংগঠনটির তরফে বিশিষ্ট কবি ও শিক্ষিকারানু রায়কে ‘মহাশ্বেতা দেবী স্মৃতি সম্মান’ প্রদান করা হয়। অনুষ্ঠানের মুখ্য আয়োজক চন্দ্রনাথ জানান,মহাশ্বেতা দেবী আমাদের গর্ব। তিনি প্রান্তিক মানুষের কথাকার। তাঁর কলমজুড়ে বারেবারে উঠে এসেছে মানুষের কথা। তাঁকে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।