লেখিকার কলমজুড়ে আদিবাসীদের জীবনকথা, বাগনানে মহাশ্বেতা দেবীর জন্মদিন পালন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সমাজের প্রান্তিক, অসহায়, বুভুক্ষু মানুষের স্বার্থে বারেবারে গর্জে উঠেছিল তাঁর কলম। তাঁর কথাসাহিত্যের একটা বড়ো অংশজুড়ে রয়েছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের জীবনকথা। আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে তাঁর আত্মিক বন্ধন। আর সেই বন্ধনের টানেই মহাশ্বেতা দেবীর জন্মদিন পালিত হল বাগনান থানার মানকুড় মোড় সংলগ্ন আদিবাসী পাড়ায়।

বাগনানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’-এর উদ্যোগে বৃহস্পতিবার মানকুড় মোড়ের আদিবাসী পাড়ায় মহাশ্বেতা দেবীর জন্মদিন পালন করা হয়। সংগঠনের সদস্যরা সংশ্লিষ্ট পাড়ায় গিয়ে এলাকার মানুষের হাতে মাস্ক, স্যানিটাইজার, ফুল তুলে দেন। এর পাশাপাশি, বাগনানের ‘স্নেহাঞ্জলি’ ভবনে বিশিষ্ট চিকিৎসক সৌরেন্দুশেখর বিশ্বাসের বাড়িতে এসেছিলেন মহাশ্বেতা দেবী।

উল্লেখ্য, সৌরেন্দু বাবুকে মহাশ্বেতা দেবী খুব ভালোবাসতেন। তাই স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে সৌরেন্দুবাবুর বাগনানের বাড়িতেও মহাশ্বেতা দেবীর জন্মদিন পালন হয়। মহাশ্বেতা দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি সৌরেন্দু বাবু তাঁর স্মৃতি তুলে ধরেন। স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্তা চন্দ্রনাথ বসু জানান, “মহাশ্বেতা দেবী আমাদের গর্ব। সমাজের প্রান্তিক মানুষের স্বার্থে তাঁর লড়াই ও কলমকে কুর্নিশ জানিয়েই আমাদের আজকের এই প্রয়াস।”