নিজস্ব সংবাদদাতা : হাওড়া সদরে দীর্ঘ কয়েক দশক ধরে খেলাধুলার চর্চায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্যাটরা ইয়ং অ্যাথলেটিক ক্লাব। শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে মেতে উঠল হাওড়ার ব্যাটরা ইয়ং অ্যাথলেটিক ক্লাব। রবিবার সকাল থেকেই শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। শতবর্ষের স্মারক হিসাবে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন মহিলা সদস্যারা। এরপর ঘটস্থাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন ক্লাবের ফুটবল দল, ক্যারাটে টিম সহ বহু স্থানীয় মানুষ। শিক্ষানিকেতন বয়েজ স্কুল সংলগ্ন ব্যাটরা ইয়ং অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
গান, নাচ, ব্যান্ড, ঢাক সহযোগে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী লেন, ইছাপুর হয়ে ক্লাবপ্রাঙ্গণে শেষ হয় শতবর্ষের শোভাযাত্রা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অলিম্পিয়ান অরুণ ঘোষ, প্রাক্তন ফুটবলার রঘু নন্দী, প্রাক্তন কাউন্সিলর বিভাস হাজরা সহ অন্যান্যরা৷ রঘু নন্দী জানান, শতবর্ষ মানেই এক অন্য গুরুত্ব। আর তা যদি খেলাধুলা সম্পর্কিত হয় তাহলে তা এক অন্য মাত্রা পায়। তিনি আরও বলেন, করোনাকালে সব বাচ্চারা ঘরে থেকে থেকে মোবাইল গেমে আরও বেশি আসক্ত হয়ে পড়েছিল। এই সংগঠন সেখান থেকে তাদের বার করে নিয়ে আসার গুরু দায়িত্ব নিয়েছে।