শ্যামপুরের গ্রামে সারদা মায়ের জন্মতিথি পালন, বিশেষ পুজো, নরনারায়ণ সেবা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭০ তম জন্মতিথি। বিভিন্ন জায়গার মতো গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার বেলাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমেও পালিত হল মা সারদা দেবীর ১৭০ তম জন্মতিথি। মা’য়ের জন্মতিথি উপলক্ষ্যে সকাল থেকে আশ্রমে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলারতি, বেদগান, হোমের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশেষ পুজো। আশ্রমের সাধু, ব্রহ্মচারীদের পাশাপাশি ভক্তরাও এদিনের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বেলাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রম। বিশেষ পুজোর পাশাপাশি এদিন আশ্রমে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। উল্লেখ্য, হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুকের অদূরে বেলাড়ি গ্রাম। আশ্রমের সভাপতি স্বামী ভক্তিব্রতানন্দ বলেন, হুগলী নদী সংলগ্ন বেলাড়ি গ্রামে ১৯৩১ সালে রামকৃষ্ণ আশ্রম গড়ে ওঠে। নিত্যপুজোর পাশাপাশি আশ্রমে দুর্গাপুজো, কালীপুজো সহ নানা উৎসব পালিত হয়ে থাকে।