নিজস্ব সংবাদদাতা : পাইপ পরিবর্তনের কাজের জেরে পানীয় জল সরবরাহের সময় পরিবর্তন করা হল উলুবেড়িয়া পৌর এলাকায়। পুরসভা সূত্রে জানা গেছে, সকাল ৭ টা থেকে ৮.৩০ মিনিটের পরিবর্তে আপাতত সকাল ৬ টা থেকে ৭.৩০ মিনিট অব্ধি পানীয় জল সরবরাহ করা হবে।
এর পাশাপাশি, দুপুর ১২ টা থেকে ১ টা ও বিকেল ৫ টা থেকে ৬ টা অব্ধি জল সরবরাহ করা হবে। উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস জানান, “উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পুরোনো পাইপ লাইন বদলে নতুন পাইপ পাতার কাজ চলছে। এর জেরে জল সরবরাহের সময়ে পরিবর্তন করা হয়েছে।”
প্রায় দু-তিনমাস এই সময়সূচী মেনেই জল সরবরাহ করা হবে বলে অভয় দাস জানান। উল্লেখ্য, উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার বাড়িতে নিয়মিত এই পানীয় জল সরবরাহ করা হয়।