নিজস্ব সংবাদদাতা : জলে ডুবে শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নোনাডাঙী গ্রামে। জানা গেছে, মৃত শিশুর নাম শেখ সাকিল(৩)।
সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার দুপুরে শিশুটি নিজের বাড়ির সামনে খেলছিল। খেলার সময় অসাবধানবশত একটি ডোবায় পড়ে যায় শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবায় সচরাচর জল না থাকলেও বৃহস্পতিবার দুপুরে জোয়ারের জল ঢোকায় ডোবাটিতে জল ছিল। তিন বছরের ফুটফুটে শিশুর এহেন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে স্থানীয় এলাকায়।