উলুবেড়িয়ায় মহিলা পুলিশকর্মীদের তৎপরতায় উদ্ধার শিশু, বেরিয়ে এলো আসল রহস্য

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পুজোয় অন্যান্য দিনের মতোই সোমবার রাতে উলুবেড়িয়ার কালীবাড়ি চত্বরে ডিউটি করছিলেন উলুবেড়িয়া মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি চক্রবর্তী ও তাঁর সহকর্মীরা। হঠাৎই এক কোণে দাঁড়িয়ে একটি শিশুকে কাঁদতে দেখেন তাঁরা। আশপাশের বেশকয়েকজনকে জিজ্ঞাসা করেও শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। তারপরই শিশুটিকে উলুবেড়িয়া মহিলা থানায় আনা হয়। প্রচুর কান্নাকাটি করতে থাকে বছর দুয়েকের শিশুটি। শিশুটির বাবা-মা’র সন্ধানে উলুবেড়িয়া কালীবাড়িতে বারেবারে মাইকে ঘোষণা করা হতে থাকে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

কিন্তু তারপরও তাদের হদিশ না মেলায় নিয়ম মেনে শিশুটিকে হাওড়ার একটি বেসরকারি হোমে পাঠানো হয়। এদিকে শিশুটির বাবা-মা’র সন্ধানে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়। তারপরই মঙ্গলবার সকালে উলুবেড়িয়া মহিলা থানায় আসেন উল্টোডাঙা থানার দু’ই আধিকারিক। পুলিশ সূত্রে জানা গেছে, যে শিশুটিকে উলুবেড়িয়া কালীবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাকে কয়েকদিন আগেই কোলকাতার উল্টোডাঙা এলাকা থেকে কিডন্যাপ করা হয়েছিল।

এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিশুটির বাবা-মা। তারপরই পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বেরিয়ে আসে আসল রহস্য। জানা যায়, শিশুটিকে সে উলুবেড়িয়ায় ছেড়ে দিয়েছে। তারপরই উলুবেড়িয়া মহিলা থানার তৎপরতায় উলুবেড়িয়া কালীবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে নিয়ম মেনে শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।