টাকা আত্মসাতের অভিযোগে কন্যাশ্রী দিবস বয়কট করল উত্তর দিনাজপুর জেলার চোপড়া গার্লস হাইস্কুল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : স্কুলের সাইকেল স্ট্যান্ডের জন্য সরকারের বরাদ্দ ১১ লক্ষ টাকা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান আত্মসাৎ করে নেওয়ার অভিযোগে কন্যাশ্রী দিবস অনুষ্ঠান বয়কট করল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চোপড়া গার্লস হাইস্কুল।  স্কুলের কন্যাশ্রী অনুষ্ঠান বয়কট করার ঘটনায় ব্যাপক আলোরণ দেখা দিয়েছে।  যদিও চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কারান মার্ডি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন,  এমন কোনও ঘটনার কথা জানা নেই বলে মন্তব্য করেছেন। অন্যদিকে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন কন্যাশ্রী প্রকল্পের ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষ্যে সারা রাজ্যের প্রতিটি ব্লকে উদযাপন করা হচ্ছে কন্যাশ্রী দিবস অনুষ্ঠান। বুধবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান বয়কট করে প্রতিবাদ জানিয়েছেন চোপড়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা। তাঁর অভিযোগ, সংখ্যালঘু কোটায় চোপড়া গার্লস হাইস্কুলের জন্য মিড ডে মিলের ঘর, পানীয় জল ও শৌচালয় করার কথা থাকলেও সেটা চোপড়া হাইস্কুলের নামে করা হয়েছে। এছাড়া ২০১৭-১৮ সালে স্কুলের সাইকেল স্ট্যান্ডের জন্য ১১ লক্ষ টাকা বরাদ্দ হলেও সেই টাকা চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তুলে নিয়েছেন। এইসব কারনেই বুধবার চোপড়া ব্লকের কন্যাশ্রী দিবস অনুষ্ঠান পালন বয়কট করা হয়েছে।এ বিষয়ে কোনও কিছুই জানা নেই বলে জানিয়েছেন চোপড়া গ্রামপঞ্চায়েতের প্রধান করন মার্ডি। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Comment