নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি উলুবেড়িয়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা টির বেশি তাজা বোমা মজুত ছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছিল সিআইডির বোম স্কোয়াডকে। বুধবার উলুবেড়িয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফুলেশ্বর বিবির চড়ায় গঙ্গার ধারে বোমাগুলি নিষ্ক্রিয় করল সিআইডির বোম্ব স্কোয়াড। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশও উপস্থিত ছিল।
.