উলুবেড়িয়ার স্কুলে বন্ধ সরস্বতী পুজো! হাসি ফোটালেন সেলিম

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : চিরাচরিত রীতি মেনে বিদ্যালয়ে সরস্বতী পুজো হত। এবারও পুজো হবে, সেই আশাতেই ছিল খুদে পড়ুয়া ও তাদের অভিভাবকরা। কিন্তু হঠাৎই বাধ সাধল প্রধান শিক্ষকের সিদ্ধান্ত! স্কুলে বন্ধ হওয়ার পথে সরস্বতী পুজো। স্বভাবতই মনমড়া পড়ুয়ারা। এমতাবস্থায় এগিয়ে এলেন এক সমাজকর্মী। তার উদ্যোগেই খুদে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই মাতলেন বাগ দেবীর আরধনায়। জানা গেছে, উলুবেড়িয়ার পূর্ব কালীনগর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। কিন্তু হঠাৎই এবার পুজোটি বন্ধ হয়ে যায়। অভিভাবকদের অভিযোগ, কেন স্কুলে পুজো বন্ধ করা হল এবিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ওনার বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটা। ফলে দায়িত্ব নিয়ে পুজো আয়োজন করা সম্ভব হচ্ছিলনা। ফলে তিনি পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে পড়ুয়া থেকে অভিভাবক সকলে যখন মনমড়া তখন সকলের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন এলাকার অন্যতম সমাজকর্মী সেলিম মোল্লা। সেলিম মোল্লা তড়িঘড়ি নিজের উদ্যোগে সকলকে নিয়ে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করেন। সেই পুজোতেই মেতে ওঠেন সকলে। সেলিমের এহেন উদ্যোগকে সকলে একবাক্যে কুর্নিশ জানিয়েছেন।