নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া শহরের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। সাম্প্রতিক সময়ে নদী বাঁধ সংলগ্ন একাধিক জায়গায় একাধিক বার ধ্বস দেখা দিয়েছে। বছরখানেক আগে উলুবেড়িয়ার কালীনগর এলাকায় ধ্বস নেমেছিল। ধ্বসে গিয়েছিল উলুবেড়িয়া-কালীনগর রাস্তার বেশ কিছুটা অংশ। সাময়িকভাবে সেই ধ্বস মেরামত করা হলেও অভিযোগ, সেই ক্ষতস্থান দিয়েই চুঁইয়ে চুঁইয়ে জল ঢুকছে। এলাকাবাসীর দাবি, বর্ষা নামার আগে অবিলম্বে স্থায়ীভাবে বাঁধ মেরামত করা হোক। তাদের আশঙ্কা, বর্ষার আগে বাঁধ মেরামত করা না হলে বর্ষায় বাঁধ ভেঙে জলমগ্ন হতে পারে স্থানীয় এলাকা। যদিও স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, জমি ফিলিং করে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। পরে ওখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
উলুবেড়িয়ায় নদীর পাড়ে ধ্বস! আতঙ্কে বাসিন্দারা
Published on: