একাই একশো! হাওড়ার কলেজ ছাত্রী নিজে হাতে গড়ছেন প্রতিমা ও মন্ডপ, থিমের ছোঁয়া

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আর দু’টো দিন পরই মাতৃ আরাধনায় মাতবে বাংলা। বাংলা জুড়ে সাজো সাজো রব। কোথাও থিমের চমক আবার কোথাও সাবেকিয়ানার ছোঁয়া। কিন্তু তার মাঝেই সমস্ত সামাজিক বাধা-বিপত্তিকে উপেক্ষা করে হাওড়ার এক কলেজ ছাত্রী কার্যত একাই গড়ে তুলছেন মাতৃমূর্তি ও মন্ডপ। বছর উনিশের সঞ্জনা ভৌমিক পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা চালিয়ে যাচ্ছে। এবার সঞ্জনা হাওড়া জগাছা ধাড়সা আনন্দ নিকেতনের প্রতিমা গড়ার পাশাপাশি নিজেই পুজোর মন্ডপ তৈরি করছেন। কলেজ পড়ুয়া সঞ্জনার কথায়, সে ও তার বন্ধু বিশাল মন্ডপসজ্জা ও থিমের কাজ করে। বিশালের কাছেই এসব শেখা। তারপর সাথে একসাথে কাজ শুরু। কিছুদিন আগে তারা ‘ত্রিধারা’ নামের একটি ব্র‍্যান্ডও বানিয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

সঞ্জনা জানিয়েছেন, ধাড়সায় এবার তারা ‘কুমোর পাড়ার গোরুর গাড়ি’কে থিম হিসাবে তুলে ধরছে। শিল্পী জানিয়েছেন, প্রথমেই দেখানো হবে কুমোরের বাড়ি। সেখানে কুমোর বসে আছেন। কুমোরের বউ মাটির প্রদীপ নিয়ে তুলসি মঞ্চে সন্ধ্যা দিচ্ছেন। তারপর গোরুর গাড়ি করে বক্সী বদন ও ভাগ্নে মদন মাটির হাঁড়ি, কলসী নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাজারে একচালা ঘরে মহিলা পুরুষ মিলিয়ে দু’মুখে মোট আটজন বিক্রেতা। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদেরও মাটির মডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বলে তিনি জানান। মন্ডপে থাকবে মাটির তৈরি বিভিন্ন মডেল। বেশ কিছুদিন আগে থেকেই সেই সমস্ত মডেল তৈরি হচ্ছে। আর কালীমূর্তি তৈরি হচ্ছে তাদের শিল্পালয়ে। ‘ধাড়সা আনন্দ নিকেতন’ আয়োজিত কালীপুজো এবার ৩৬ তম বছরে পা রাখল। শিল্পী সঞ্জনার আশা এবার তাদের ভাবনা ও মন্ডপ সকলের নজর কাড়বে।