নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই কোভিড ওয়ার্ড চালু করা হয়েছে। প্রতিদিন গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তের বহু করোনা আক্রান্তকে এখানে আনা হচ্ছে।
এবার হাসপাতাল সংলগ্ন স্থানে অন্নপূর্ণা কমিউনিটি কিচেন শুরু করল বাড়বেড়িয়া ব্রতচারী ধাম নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠন সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে বহু রোগী ভর্তি থাকছেন। হাসপাতালে ভর্তি সাধারণ রোগীর বাড়ির লোকজন অনেকেই হাসপাতাল ক্যাম্পাসে এসে থাকেন।
কিন্তু লকডাউনের জেরে রেস্টুরেন্ট, খাবারের দোকান বন্ধ থাকায় তাদের খাওয়াদাওয়ায় খুব সমস্যা হচ্ছে। তাদের স্বার্থেই বাড়বেড়িয়া ব্রতচারী ধামের পক্ষ থেকে কমিউনিটি কিচেন শুরু হল। প্রতিদিন শতাধিক মানুষকে রান্না করা খাবার দেওয়া হবে বলে জানা গেছে।