বাগনানে গ্রামীণ চিকিৎসকদের সম্মেলন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাত কিমবা দিন, কোভিড কিমবা ঝড়বৃষ্টি — সারাবছর প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষকে সুস্থ রাখার লড়াই চালিয়ে যান ওঁরা। পেশার মাধ্যমেই গ্রাম বাংলার মানুষের সেবায় নিয়োজিত হাজারো গ্রামীণ চিকিৎসক। মঙ্গলবার হাওড়া জেলার বাগনানের বাঙালপুরে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশনের বাগনান-১ ব্লক কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হল। বাঙালপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়। ‘চিকিৎসা পণ্য নয়, চিকিৎসা মানুষের অধিকার’—এই চেতনা সহ আরো ন’টি বিষয়ে শপথ নিলেন এদিনের সম্মেলনে উপস্থিত একশো তিরিশ জন গ্রামীণ চিকিৎসক। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

আয়োজকরা জানান, আমাদের আগামী কর্মসূচি রুরাল মেডিকেল লাইব্রেরী গড়ে তোলা। বিকল্প মেডিকেল শিক্ষা পাঠ‍্যক্রম শুরু করা। আরও বেশি করে বিভিন্ন এলাকায় থ‍্যালাসেমিয়া স্ক্রিনিং ক‍্যাম্প আয়োজন করা। এদিনের সম্মেলনের শুরুতে বর্ণাঢ্য বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ‍্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাসমল, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক, পর্যবেক্ষক সুশীল মাজি সহ অন্যান্যরা।