উলুবেড়িয়া নিমদিঘি হাই মাদ্রাসার মনোনয়ন নিয়ে বিশৃঙ্খলা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া নিমদিঘি হাই মাদ্রাসার পরিচলন কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় বাধা। হাই মাদ্রাসার নির্বাচন সামনেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে সোমবার থেকে। মনোনয়নপত্র জমা দিতে যাওয়া মাদ্রাসার গেটের বাইরে প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।নিমদিঘি হাই মাদ্রাসার এক ছাত্রীর অভিভাবক মুস্তাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে স্থানীয় কাউন্সিলরের লোকজন মারধর করে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

.