নিজস্ব সংবাদদাতা : ওদের কেউ নৌকায় মাছ ধরেন, আবার কেউ নৌকা করে নদী থেকে সাদা বালি তোলেন, আবার কেউ মালবাহী নৌকায় কাজ করে পেট চালান। প্রত্যেকেরই জীবন নদী এবং নৌকা কেন্দ্রীক। পশ্চিমবঙ্গ নৌকা জীবিকা সমিতির ডাকে রবিবার দুপুরে এমনই কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন গ্রামীণ হাওড়ার শ্যামপুর-গাদিয়াড়া মোড়ে। এদিন পশ্চিমবঙ্গ নৌকা জীবিকা সমিতির কনভেনশনে উঠল বিভিন্ন দাবি। একদিকে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে ইঞ্জিনচালিত নৌকা চালানো যেমন ভীষণ ব্যয়সাধ্য হয়েছে তেমনই নদী থেকে সাদা বালি তুলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
এসব বিষয়েই এদিন সবিস্তারে আলোচনা হয়। পশ্চিমবঙ্গ নৌকা জীবিকা সমিতির সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন, নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বাংলার অজস্র মানুষ মাঝ নদীতে ডুবে বেলচা দিয়ে সাদা বালি তোলার কাজ করে। এটাই তাদের জীবিকা। এতে নদীবাঁধের কোনো ক্ষতি হয়না। কিন্তু এখন এদের বালি তুলতে দেওয়া হচ্ছে না। যেকারণে প্রচুর সমস্যায় পড়েছেন হাজারো মানুষ। তিনি জানান, যদি বেআইনি তাহলে এদের বিকল্প কর্মসংস্থান করা হোক। এদিনের সভাতে যোগ দিতে মেটিয়াবরুজ, বজবজ, কাকদ্বীপ, রায়চক সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মানুষ এসেছিলেন।