নিজস্ব সংবাদদাতা : রবিবার সারা ভারত ডাক কর্মচারী সংগঠনের হাওড়া বিভাগীয় শাখার কনভেনশন অনুষ্ঠিত হল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার আটান্ন গেটের একটি অনুষ্ঠান ভবনে।
এই কনভেনশনে উপস্থিত ছিলেন ডাক কর্মচারী সংগঠনটির রাজ্যনেতা শ্রীকান্ত বোস, হাওড়া জেলা শাখার সম্পাদক পিনাকী মন্ডল, অঞ্জন চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ববর্গ।
এদিনের সম্মেলনে নিজেদের দাবি-দাওয়া, সমস্যার কথা তুলে ধরেন হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের ডাক কর্মচারীরা। প্রায় শ’খানেকেরও বেশি সদস্য-সদস্যা এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন।