করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি ও শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা থাবা বসিয়ে চলেছে রাজ্যের নেতা-মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের শরীরে। সূত্রানুযায়ী জানা গেছে এবার করোনা আক্রান্ত হলেন গ্ৰামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তরের বিধায়ক তথা রাজ্যের হেভিওয়েট নেতা, শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি এবং শ্যামপুরের বিধায়ক তথা বর্ষীয়ান নেতা কালীপদ মন্ডল।

জানা গেছে, শনিবার রাত দশটা নাগাদ মন্ত্রী নির্মল মাঝিকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয়। মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে থাকলেও অল্প জ্বর ও সেইসঙ্গে শ্বাসকষ্ট রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মাসখানেক আগে ব্রেন টিউমার হওয়ায় বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী।
অন্যদিকে, জানা গিয়েছে শুক্রবারে শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডলের শরীরে জ্বর সহ অন্যান্য উপসর্গ দেখা যায়। পরবর্তীকালে শনিবার তার করোনা রিপোর্ট পসিটিভ আসে।