ভোটের আবহে করোনা আক্রান্ত উলুবেড়িয়ার সাংসদ, করোনা নিয়ে ফের বাড়ছে উদ্বেগ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কয়েকটা দিন। তারপরই ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে গ্রামীণ হাওড়ায়। শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। তারই মাঝে করোনা আক্রান্ত হলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নিজের ট্যুইটার একাউন্টে করোনা পজিটিভ হওয়ার খবর জানান উলুবেড়িয়ার সাংসদ।

পাশাপাশি, ট্যুইট বার্তার মাধ্যমে তিনি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা মানুষদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সাথে জোরকদমে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল সাজদা আহমেদকে। ভোট আবহের মাঝেই ফের বঙ্গে মাথাচাড়া দিচ্ছে করোনা।

প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারপরও বহু মানুষকে মাস্কহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। রাজনৈতিক সভা, সমাবেশ নির্বাচনী প্রচারেও বহু মানুষকে মাস্কহীন অবস্থাতেই দেখা যাচ্ছে। আর এহেন অসচেতনতার জেরে ফের বাড়ছে উদ্বেগ অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।