ফের উলুবেড়িয়ায় মাথাচাড়া দিচ্ছে করোনা, বাড়ছে আক্রান্তের সংখ্যা, উদ্বেগ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলার বিভিন্ন জেলার মতো উলুবেড়িয়া শহরেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। করোনা সংক্রামিতের সংখ্যা ফের একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে উলুবেড়িয়া শহরে।

প্রশাসন সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া পৌর এলাকায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২৬। জানা গেছে, উলুবেড়িয়া পৌর এলাকায় মোট পাঁচটি জায়গায় টেস্ট হচ্ছে। উলুবেড়িয়া শহরের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি স্থানীয় প্রশাসনিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে।

জানা গেছে, শুক্রবার উলুবেড়িয়া মহকুমাশাসকের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে, ভ্যাক্সিনের পর্যাপ্ত জোগান না থাকায় ফুলেশ্বর, চেঙ্গাইল ও বাউরিয়ায় ভ্যাক্সিন দেওয়া বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, উলুবেড়িয়া পৌর এলাকায় মোট চারটি জায়গা থেকে ভ্যাক্সিন দেওয়া হচ্ছে।