নিজস্ব সংবাদদাতা : বিশের মার্চ থেকে একুশের মার্চ — মাঝে কেটে গেছে একটা বছর। বাংলা জুড়ে ভোটের আবহ। তারই মাঝে ফের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার সংক্রমণ। বঙ্গেও ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে।
সংক্রামিতের সংখ্যায় এগিয়ে কোলকাতা, হাওড়া। জানা গেছে, গত ২৪ ঘন্টায় এরাজ্যে নতুন করে ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। হাওড়া জেলায় গত ২৪ ঘন্টায় ২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনার দ্বিতীয় ধাক্কা আছড়ে পড়ার সম্ভাবনাও দেখছেন অনেক বিশেষজ্ঞ।
বিশেষজ্ঞদের মতে, লকডাউন উঠে যাওয়ার পর থেকেই সমাজের একটা বড়ো অংশের মানুষ মাস্ক ব্যবহার করেন না। সামাজিক দূরত্ব বিধি কিমবা স্বাস্থ্যবিধি তাও শিকেয় উঠেছে। এমন অসচেতনতার জেরেই ক্রমশ সংক্রমণ বেড়ে চলেছে।