ছেলেকে খুনের দায়ে বাবাকে কারাদন্ডের নির্দেশ দিল আদালত

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ছেলেকে খুনের দায়ে বাবার দশ বছরের কারাদন্ডের নির্দেশ দিল আদালত। বুধবার উলুবেড়িয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ২ রতন কুমার দাস দোষী সাব্যস্ত বাবা সন্যাসী পাত্রের এই সাজার নির্দেশ দেন। সরকারি আইনজীবি অনুপ্রিয়া ব্যানার্জী বলেন, বিচারক সন্যাসী পাত্রের ১০ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। এই রায়ে আমরা খুশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০১৭ সালের ২৮শে মার্চ পারিবারিক বিবাদের সময় উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া সুমদার বাসিন্দা সন্যাসী তার ছেলে শ্যামল পাত্রকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেন। এর জেরে মৃত্যু হয় শ্যামলের। মৃতের স্ত্রী সাধনা‌ পাত্র তৎকালীন অবিভক্ত উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান ওই দিন দুপুর দেড়টা নাগাদ তার স্বামী শ্যামল পাত্র ও শ্বশুর সন্যাসী পাত্রের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। হঠাতই সন্যাসী শ্যামলের মাথার বাম দিকে ভারী কিছু দিয়ে আঘাত করেন। রক্তাক্ত হয়ে পড়ে যান শ্যামল। দ্রুত তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। অভিযোগ পেয়ে পুলিশ সন্যাসীকে গ্রেফতার করে। তাতে বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা (৩০৪ এর পার্ট ২) দায়ের করে মামলা শুরু করে। সন্যাসী জেল হেফাজতে থাকা অবস্থায় বিচারপ্রক্রিয়া চলে। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক। বুধবার রায় দান করেন। সন্যাসী পাত্রের আইনজীবী রেজাউল করিম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নয় এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।