বাড়ছে কোভিড! উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে সচেতনতা শিবির, পথে নামলেন পুর প্রশাসক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারপরই ক্রমে বাংলায় বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আরও একবার কোভিড নিয়ে সচেতন করতে পথে নামল উলুবেড়িয়া পৌরসভা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

বুধবার উলুবেড়িয়া শহরের বিভিন্ন জায়গায় পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালানো হয়। পথচলতি মানুষকে মাস্ক ও স্যানিটাইজার প্রদানের পাশাপাশি মাস্ক ছাড়া বাজার-দোকানে আসা ক্রেতাকে জিনিস দিতে বারণ করা হয়।

এদিনের এই সচেতনতা শিবিরে অংশ নেন উলুবেড়িয়া পৌরসভার পুর প্রশাসক অভয় দাস, সহকারী পুরপ্রশাসক সুরজিৎ দাস, পুর প্রশাসক মন্ডলীর সদস্য ইনামুর রহমান সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।