উলুবেড়িয়ায় ৬ নং জাতীয় সড়কে গরু বোঝাই লরি উল্টে মৃত্যু হল ৭ টি গরুর

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : ছয় নং জাতীয় সড়কে গরু বোঝাই লরি উল্টে মৃত্যু হল ৭ টি গরুর। ঘটনায় আহত লরির চালক সহ চার। তারা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উলুবেড়িয়া থানা এলাকার বিরশিবপুরে ছয় নং জাতীয় সড়কে।

জানা গেছে বাষট্টিটি গরু নিয়ে একটি লরি পশ্চিম মেদিনীপুর থেকে বারাসাতের উদ্দেশ্যে যাওয়ার সময় বিরশিবপুরের কাছে ছয় নং জাতীয় সড়কে হটাৎ করেই লরির পিছনের টায়ার ব্লাস্ট করে।ফলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। ঘটনায় সাতটি গরুর মৃত্যু হয়। আহত হয় প্রায় পঞ্চাশটি গরু।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহত চারজনকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। আহত গরু গুলিকে পাঠানো হয় পশু চিকিৎসা কেন্দ্রে। ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেনে কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দূর্ঘটনা গ্রস্থ লরিটি কে ক্রেনের সাহায্যে সরিয়ে নিলে স্বাভাবিক হয় যানচলাচল।