নিজস্ব সংবাদদাতা : চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী হাওড়া-আমতা লোকাল। সূত্রের খবর, বুধবার বিকাল ৪ টে ৪০ মিনিট নাগাদ হাওড়া থেকে একটি লোকাল আমতার উদ্দেশ্যে ছাড়ে। অন্যান্যদিনের মতোই ট্রেনে অফিস ফেরত যাত্রীদের ভিড় ছিল।
বুধবার সন্ধ্যায় হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনের অদূরে সন্তোষপুরের কাছে রেল লাইনে হঠাৎ ফাটল দেখা দেয়। ট্রেনের চালক ফাটল বুঝতে পেরে ট্রেনটিকে থামিয়ে দিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে হাজারো যাত্রীকে রক্ষা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেলের টিম। দ্রুত ফাটল মেরামত করলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।