ঝুঁকির পারাপার! গড়চুমুক-বুরুল রুটে বড়ো নৌকার পরিবর্তে চলছে ছোটো যন্ত্রচালিত ভুটভুটি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার সাথে দক্ষিণ ২৪ পরগণার সংযোগরক্ষাকারী রুটগুলির মধ্যে অন্যতম গড়চুমুক-বুড়ুল ফেরি রুট। এই রুটেই প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। যদিও করোনার জেরে হাওড়ার গড়চুমুক থেকে দক্ষিণ ২৪ পরগণার বুড়ুলের মধ্যে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দীর্ঘ লকডাউনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গড়চুমুক-বুরুল রুটে বড়ো নৌকার পরিবর্তে ছোটো ছোটো যন্ত্রচালিত ভুটভুটি চলাচল করতে শুরু করেছে বলে জানা গেছে। আর তাতেই বাড়ছে ঝুঁকির সম্ভবনা। হুগলী নদীর মতো বড়ো নদীতে ভুটভুটি চলাচল বেশ ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

আবার কোনো কোনো যাত্রীর কাছে ভুটভুটিতে আসাটা ‘এডভেঞ্চার’ বলেই মনে হয়েছে। যদিও সামনেই শীতের মরশুম। বহু মানুষই নদী পেরিয়ে গড়চুমুকে আসবেন। তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এই ফেরি রুটে বড়ো নৌকা চলুক —চাইছেন যাত্রীরা।