নিজস্ব সংবাদদাতা : একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে কোলকাতার ধর্মতলায় সমাবেশের আয়োজন করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। গত দু’বছর কোভিডের জন্য ভার্চুয়াল ভাবে একুশে জুলাই পালন হয়েছিল৷ তাই দু’বছর পর, আবারও ধর্মতলার সমাবেশে যোগ দিতে চলেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। একুশে জুলাইয়ের ‘ধর্মতলা চলো’র সমর্থনে রবিবার বিকালে একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হল উলুবেড়িয়ার কালীনগরে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
কালীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত এই সাইকেল মিছিলে সাইকেল চালালেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়। সাইকেল মিছিলটি আলীপুকুর থেকে পূর্ব কালীনগর প্রাইমারি স্কুল অব্ধি অনুষ্ঠিত হয়। মন্ত্রীর পাশাপাশি এদিনের এই মিছিলে সামিল হয়েছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জী, জেলা পরিষদ সদস্য অজয় মন্ডল, কালীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মন্ডল, কালীনগর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে বহু তৃণমূল কর্মী-সমর্থক সাইকেল নিয়ে সামিল হন।