জাওয়াদের জের, বন্ধ গাদিয়াড়া-গেঁওখালি ফেরি সার্ভিস

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রবিবার ভোর রাত থেকেই হাওড়া জেলার বিভিন্ন বৃষ্টি শুরু হয়েছে হয়েছে। ঘূর্ণিঝড় না হলেও বিপর্যয় মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত প্রশাসন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার বিকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালির মধ্যে ফেরি পরিষেবা। রবিবার সারাদিনই এই রুটে ফেরি পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

গাদিয়াড়া থেকে দক্ষিণ ২৪ পরগণার নুরপুরের মধ্যে ফেরি পরিষেবা চালু থাকলেও রবিবার সকাল থেকে যাত্রীর দেখা নেই। গাদিয়াড়া লঞ্চঘাটের কর্তা উত্তম রায়চৌধুরী জানান,”অমাবস্যার কোটালের জেরে নদীতে জল বাড়ছে। প্রশাসনের নির্দেশ মোতাবেক একটি রুটে ফেরি পরিষেবা বন্ধ রাখা আছে। কিন্তু গাদিয়াড়া-নুরপুর রুটে ফেরি চললেও যাত্রীদের দেখা নেই।” তিনি আরও জানান,”পূর্ববর্তী সময়ের মতো এবারও গাদিয়াড়া লঞ্চঘাটের পক্ষ থেকে এবারও আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করেছি ও মাইকিং করেছি।”