পাঁচলার গ্রামে ডাকাত কালী পুজো, প্রথা মেনে আজও হয় লুঠ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আজ থেকে প্রায় তিন-চার শতাব্দী আগের কথা। তখন গ্রামজুড়ে ঘন জঙ্গল, চারিদিকে ডাকাতদের আধিপত্য। ডাকাতদের হাত ধরেই হাওড়ার পাঁচলার সাহাপুর গ্রামে শুরু হয়েছিল কালীপুজো। মাঝে কেটে গিয়েছে কয়েক’শো বছর। গ্রামজুড়ে আজ উধাও জঙ্গল, গ্রামে ডাকাতির ঘটনাও আজ প্রায় অতীত। কিন্তু আজও ঐতিহ্য ও নিয়মে অটুট ডাকাতদের হাতে শুরু হওয়া সাহাপুরের ‘লুট কালী’ পুজো। প্রথা মেনে আজও ডাকাত কালীপুজোয় হয় লুঠ। সাহাপুর গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের বহু মানুষ মা’য়ের কাছে পুজো হিসাবে বিভিন্ন ফল নিবেদন করেন। সেই ফল বাঁশ দিয়ে ঘেরা থাকে। বহু প্রাচীন রীতি মেনে আজও পুজো চলাকালীন একাধিক বার সেই ফল বা প্রসাদ লুঠ করেন ভক্তরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

আজও রীতি মেনে পুজোর বেশ কিছুদিন আগে থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হলেও পুজোর দিন প্রতিমায় রঙ করে তা পুজো করা হয়। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গ্রাম থেকে ডাকাতরা নিশ্চিহ্ন হয়ে গেলে গ্রামের সাধারণ মানুষই এই পুজোর দায়িত্ব নিতে এগিয়ে আসেন। ডাকাতদের হাত ধরে পুজোর সূচনা হলেও লুঠের কালীপুজো এখন বারোয়ারীর। কিন্তু ঐতিহ্য ও রীতিতে আজও অটুট পাঁচলার সাহাপুর গ্রামের এই বহু প্রাচীন কালীপুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই মাতৃ আরাধনায় মেতে ওঠার পালা। এখন তারই প্রস্তুতি চলছে জোরকদমে।