আলোই অন্ধকার! হাওড়া-আমতা রোডে বিপজ্জনক ত্রিফলা বাতিস্তম্ভ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : অন্ধকারে আলো জ্বালাতে কয়েক বছর আগে উদ্যোগী হয়েছিল প্রশাসন। আঁধার ঘোঁচার পাশাপাশি রাস্তার সৌন্দর্যায়নে হাওড়া-আমতা রোডের ডোমজুড় থেকে মাকড়দহ অব্ধি রাস্তার ধার বরাবর লাগানো হয়েছিল ত্রিফলা বাতিস্তম্ভ। ত্রিফলার উজ্জ্বল নৈশালোকে উদ্ভাসিত হয়ে উঠত হাওড়া-আমতা রোড। কয়েক বছর যেতে না যেতেই সেই ত্রিফলা বাতিস্তম্ভগুলোই এখন পথচলতি মানুষের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে। অভিযোগ, ত্রিফলা বাতিস্তম্ভগুলি রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনকভাবে কোনোটি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। আবার কোনোটা বা আগাছায় পূর্ণ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

অধিকার বাতিস্তম্ভের ইলেকট্রিক সংযোগ মুখ বিপজ্জনক ভাবে খোলা বা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এর পাশ দিয়েই প্রতিদিন হাজারো মানুষকে চলাচল করতে হয়। ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। জানা গেছে, কয়েক বছর আগে হাওড়া-আমতা রোডে ডোমজুড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে ত্রিফলা বাতিস্তম্ভগুলি বসানো হয়েছিল। কয়েক মিটার ছাড়া ছাড়া রাস্তার ধারে ত্রিফলাগুকি বসানো হয়েছিল। কিন্তু, রক্ষণাবেক্ষণ করেনি প্রশাসন। এমনটাই অভিযোগ করলেন স্থানীয় এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী জানান, প্রায় দু’বছর এভাবে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। তিনি আরও জানান, বিপদের হাত থেকে বাঁচতে দোকানের সামনে ত্রিফলা আলোস্তম্ভের খোলা অংশ টেপ জড়িয়ে রেখেছেন। এপ্রসঙ্গে ডোমজুড় গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, এগুলো দেখভালের দায়িত্ব পঞ্চায়েত সমিতির। তাদেরকে এ বিষয়ে জানানো হয়েছে।