উলুবেড়িয়া সংবাদের খবরের জের, আমতা-বাগনান রোডের উপর জোরকদমে শুরু হল বিপজ্জনক গর্ত মেরামতির কাজ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে আমতা-বাগনান রোড অন্যতম। আমতা-বাগনান রোডের বাগনান থানার নওপাড়ার কাছে রাস্তার একটি অংশ ধসে গিয়ে একটি বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছিল। গত ২ রা সেপ্টেম্বর সেই খবর তুলে ধরেছিল উলুবেড়িয়া সংবাদ।

তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। গতকাল সকাল থেকে দিনরাত এক করে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ জোরকদমে চলছে। উল্লেখ্য, নওপাড়ায় রাস্তার নীচে দিয়ে একটি কালভার্ট আছে। নীচে দিয়ে ক্রমাগত জল প্রবাহিত হয়।

কোনো কারণে কালভার্টের একটি অংশ ধসে গিয়ে এই বিপজ্জনক গর্ত সৃষ্টি হয়েছিল। গর্তটির পাশে গার্ডরেল দিয়ে প্রাথমিকভাবে চিহ্নিত করা হলেও স্থায়ী মেরামতির না হওয়ায় যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েই গিয়েছিল। সে-ই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসনের এহেন দ্রুত পদক্ষেপে খুশি স্থানীয় মানুষ।