নিজস্ব সংবাদদাতা : রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুর এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম সুব্রত মন্ডল(২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, উলুবেড়িয়ার মুশাপুর এলাকার বাসিন্দা সুব্রত মন্ডল সাইকেল নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় দক্ষিণ গঙ্গারামপুর এলাকায় একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছুল। সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন সুব্রত। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ঐ যুবককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় সুব্রত মন্ডলের। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অনেক তারই জোড়াতাপ্তি দেওয়া রয়েছে। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। সেই তার ছিঁড়েই এই দুর্ঘটনা। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের কিছুটা গাফিলতি আছে বলে স্বীকার করে নেন উলুবেড়িয়া ইলেকট্রিক বিভাগের স্টেশন ম্যানেজার প্রশান্ত মন্ডল।