উলুবেড়িয়ার জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অকাল মৃত্যু, শোকের ছায়া

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মথুর ভূঁইয়া। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৪৮। জানা গেছে, বিজেপির সক্রিয় কর্মী মথুর ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বুধবার সেখানেই তিনি মারা যান। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মথুর ভূঁইয়ার অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির তরফে শোকপ্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূলের মধ্যে টাই হয়। জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে তৃণমূল পায় ৮ টি ও বিজেপি পায় ৮ টি। শেষ অব্ধি টসে জিতে প্রধান নির্বাচিত হন বিজেপির মথুর ভূঁইয়া ও উপ-প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের মানিক মাখাল। জানা গেছে, আপাতত উপ-প্রধান মানিক মাখালই পঞ্চায়েতের কাজ পরিচালনা করবেন।