উলুবেড়িয়ায় বামেদের ডেপুটেশন, ভাঙল ব্যারিকেড, ধুন্ধুমার পরিস্থিতি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আবাস যোজনায় দুর্নীতিকে কেন্দ্র করে দিকে দিকে শোরগোল অব্যাহত। সেই শোরগোলের মাঝেই আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে উলুবেড়িয়ায় ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছিল বামেরা। সেই ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। মঙ্গলবার উলুবেড়িয়া-১ নং বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছিল সিপিআইএম। পুলিশের পক্ষ থেকে বিডিও অফিসের গেটে ব্যারিকেড করা হয়। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বিডিও অফিসের গেটে ব্যারিকেড করে বাম কর্মী-সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভিতরে ঢুকে পড়েন সিপিআইএম কর্মী-সমর্থকরা। সিপিআইএম নেতা সাবিরুদ্দিন মোল্লা জানান,”বাংলা জুড়ে আবাস যোজনায় শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচির করা হয়। কিন্তু সেই শান্তিপূর্ণ ডেপুটেশন নিতে অনিচ্ছা প্রকাশ করেছিল বিডিও। পুলিশ দিয়ে মানুষকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জনস্রোত ও দিনমজুর মানুষ ব্যারিকেড ভেঙে ডেপুটেশন দিয়েছেন।”