নিজস্ব সংবাদদাতা : বিধ্বংসী আগুন লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ার আন্দুলে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ আন্দুলের ওয়েলিংটন সিনেমা হলের বিপরীতে একটি কাঠের গুদামে হঠাৎই আগুন লেগে যায়।
দাহ্য পদার্থ থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের জেরে ভস্মীভূত হয়ে যায় ওই কাঠগুদামের আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির পরিমাণই ঠিক কত তা এখনো জানা যায়নি।