নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরের ব্যানার্জী বাড়িতে এখন খুশির আমেজ। বিগত বছরের মতো এবারও মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে ব্যানার্জী পরিবার। সাবেকী প্রতিমাই ব্যানার্জী বাড়ির ঐতিহ্য। ব্যানার্জী বাড়ি সূত্রে জানা গেছে, ২০০৭ সাল থেকে এই পুজো হয়ে আসছে। অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুজোর সূচনা হয়। প্রথম পাঁচ বছর ঘটে পুজো হলেও তারপর থেকে ব্যানার্জী বাড়িতে মূর্তিপুজো হয়। বাড়ির অন্যতম কর্তা চন্দ্রনাথ ব্যানার্জী জানান, আমাদের মাতৃপ্রতিমা বাংলার সাবেক ঘরানার। বর্তমান বিগ্রহের দেবীর সিংহ বাহন উৎকল সংস্কৃতির রূপের মতো। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
পুরীতে এই ধরনের মূর্তি দেখা যায়। মহিষাসুরের শরীরেত অর্ধেকটা মনুষ্যবৎ ও বাকি অর্ধেকটা মহিষের। এই বিগ্রহের উচ্চতা দেড় ফুট। নদিয়া, মুর্শিদাবাদের শিল্পীরা এই মূর্তি নির্মাণ করেন অষ্টধাতুর সংমিশ্রণে। কৃষ্ণ চতুর্দশী তিথি থেকে বাড়িতে পুজা শুরু হয়ে চলে শুক্লা নবমী পর্যন্ত। চণ্ডীপাঠ, হোম ও নিরামিষ ভোগ হয়। মূলত স্বাত্ত্বিক পুজা এটি। বর্তমানে কোনও ঘটে নয়, দুর্গা শিলাতেই (গৌরী সুবর্ণ শিলা) এই পুজা হয় কালিকা পুরাণ মতে। এই ঐতিহ্যবাহী দুর্গোৎসবেই ব্রতী হয়েছেন উলুবেড়িয়ার ব্যানার্জী বাড়ি।