নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের জঞ্জালিচক ও ছিট জঞ্জালিচক গ্রামের বুক চিরে গেছে চলে গেছে খাল। সেই খালের উপরেই বাম আমলে তৈরি হয়েছিল কাঠের সেতু। কিন্তু পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে কাঠের সেতুর এখন বেহাল দশা। কাঠের সেতুর বেশিরভাগ কাঠই উঠে গিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়েই এই সেতু দিয়েই হাজারো মানুষের নিত্য চলাচল করতে হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাঠের ব্রিজ বেহাল অবস্থাতে পরে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
স্থানীয়রা জানান, বেহাল দশার জেরে প্রায়শই সেতুতে ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি দু’জন পড়ে গিয়ে চোটও পান। সাধারণ মানুষের পাশাপাশি জীর্ণ ব্রিজ পেরিয়েই কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে প্রত্যেকদিন শিবেরহানা হাইস্কুলে ও জঞ্জালিচক প্রাইমারি স্কুলে যেতে হয় বহু পড়ুয়াকে। উলুবেড়িয়া উত্তরের বিজেপি নেতা চিরন বেরার অভিযোগ,”একাধিকবার ব্রিজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় বিধায়ক। কিন্তু, প্রতিশ্রুতিই সার!” বিষয়টি নিয়ে আমতা-১ ব্লকের বিডিও অদ্রিজা সমাদ্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, বিষয়টি নিয়ে কোনো অ্যাপ্লিকেশন পাইনি। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন বিডিও।