উলুবেড়িয়ায় রক্তদানের প্রয়োজনীয়তা ও জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা, উঠল বিভিন্ন দাবি

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একদিকে সরকারি ব্লাডব্যাঙ্কে দালাল চক্র, অন্যদিকে গরীব প্রান্তিক মানুষকে বেসরকারি ব্লাডব্যাঙ্ক থেকে মোটা অর্থের বিনিময়ে রক্ত কিনতে হচ্ছে — রবিবার উলুবেড়িয়ায় আয়োজিত একটি কর্মসূচিতে এমনি হয়রানির চিত্র তুলে ধরলেন মুমূর্ষু রোগীর পরিবারের সদস্যরা। রবিবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার একটি বেসরকারি স্কুলে ব্লাড ডোনার গ্রুপের তরফে রক্তদানের প্রয়োজনীয়তা ও জনস্বাস্থ্য বিষয়ক আলোচনার উপর একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে অংশ নেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, কিশোরদের পরিবারের সদস্যরা। তাদের আলোচনাতেই উঠে এলো হয়রানির নানা চিত্র। বিস্তারিত জানতে নীচে পড়ুন...

কেউ বললেন সরকারি ব্লাডব্যাঙ্কে দালালচক্রের কথা, আবার কেউ শোনালেন বাধ্য হয়ে কীভাবে মোটা টাকার বিনিময়ে বেসরকারি ব্লাডব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করতে হয়। এদিনের এই আলোচনা সভা থেকে বেশ কিছু দাবি ওঠে। থ্যালাসেমিয়া বাহক পরীক্ষায় আইন প্রণয়ন, সমস্ত সরকারি ব্লাড সেন্টারে ব্লাড কম্পোনেন্ট সেপারেটর মেশিন চালু, আমতা, বাউরিয়া, ডোমজুড়ে পৃথক ব্লাড সেন্টার গড়ে তোলা, জেলায় ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের জন্য ভলভো বাসের ব্যবস্থা সহ বিভিন্ন দাবি ওঠে এদিনের সভায়। সংস্থার সম্পাদক শাশ্বত পাড়ুই বলেন, অধিকার লড়ে নিতে হয়, অধিকার বুঝে নিতে হয়। একা একা নয়, একত্রিত হয়ে নিজেদের অধিকার, দাবি আদায় করতে তৈরি হচ্ছেন ভুক্তভুগীরা। সেই লড়াইয়ের সাথী আমাদের সংগঠন। মুমূর্ষু মানুষের স্বার্থে এই লড়াই আরও বৃহত্তর হবে বলে তিনি জানান।