নিজস্ব সংবাদদাতা : নারকেল নিয়ে বিবাদের জের, যুবককে বেধড়ক মারধর, প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার পাঁচলা থানার বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের লায়েক পাড়া এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম ইরশাদ আলি মন্ডল। অভিযোগ, গত ১৩ ই নভেম্বর দু’টি নারকেল নিয়ে লায়েক পাড়ার দু’ই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। সেই সময় ইরশাদ সেই বিবাদ থামাতে গেলে অভিযুক্ত লোহার রড, তরোয়াল দিয়ে ইরশাদকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ইরশাদকে বাঁচাতে গেলে ইরশাদের ভাই ও বাবাকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে উলুবেড়িয়ায় স্থানান্তরিত করা হয়। ইরশাদের অবস্থার অবণতি ঘটায় তাকে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে ইরশাদের মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, তার মাথায় গুরুতর চোট লেগেছিল। সেই কারণেই তার মৃত্যু হল। ইতিমধ্যেই মৃত যুবকের পরিবারের তরফে বনহরিশপুরের বাসিন্দা সেখ সামাদ আলি, সেখ মেহেতাব আলি, সেখ সামাদ আলি, সেখ রাকিব, সেখ নূর ইসলাম, সেখ রেজাউল, সেখ বাবলু ও সেখ মহরম আলির বিরুদ্ধে পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সেখ রাকিব ও সেখ মেহেতাব আলিকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
পাঁচলায় নারকেল নিয়ে বিবাদ, ব্যাপক মারধর, যুবকের মৃত্যু
Published on: