উলুবেড়িয়ায় মৎসবিক্রেতাদের সাইকেল বিতরণ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন শ্রেণীর মানুষকে স্বনির্ভর করার উপর জোর দেওয়ার কথা বলেছেন। সেই মোতাবেক রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের তরফেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুক্রবার উলুবেড়িয়ার ২৩ জন মৎস বিক্রেতার হাতে বাইসাইকেল ও তাদের প্রয়োজনীয় তার নিরোধক বিশেষ বাক্স তুলে দেওয়া হল। রাজ্য সরকারের মৎস দপ্তরের আর্থিক সহযোগিতায় হাওড়া জেলা পরিষদের ব্যবস্থাপনায় এগুলি মৎসবিক্রেতাদের তুলে দেওয়া হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

জানা গেছে, উলুবেড়িয়া পুর এলাকার ৮ জন ও উলুবেড়িয়া-১ ব্লকের ১৫ জন অর্থাৎ মোট ২৩ জন মৎসবিক্রেতাকে সাইকেল ও তাপ নিরোধক বিশেষ বাক্স তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, জেলা মৎস্য আধিকারিক নারায়ন বাগ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ শেখ মফিজুল সহ অন্যান্যরা।