ডোমজুর সদর হাসপাতাল এলাকায় বৃষ্টির জলে বেহাল দশা, ভোগান্তি ডাক্তার ও রুগীদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বৃষ্টির জলে টই টুম্বু ডোমজুর সদর হাসপাতালে বেহাল দশা ভোগান্তি ডাক্তার ও রুগীদের।যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে অর্থের যোগান দিচ্ছে , তৈরি হচ্ছে সুপার স্পেসিলিস্ট হসপিটাল সেখানে ধরা পরল অউন্নয়নের ছোঁয়া ডোমজুড় হাসপাতাল চত্বরে । দ্বিতীয় সপ্তাহে সামান্য বৃষ্টিতেই সদর হাসপাতালে জল থৈ থৈ করছে।রোগীকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে।এই চিত্র দেখা গেল ডোমজুর গ্রামীণ হাসপাতাল চত্তরে। রোগীর পরিজন থেকে শুরু করে রোগীরা পর্যন্ত এক হাঁটু জল ভেঙে যাচ্ছেন চিকিৎসা করাতে।বর্ষার প্রবল বর্ষণেও হাসপাতালে রোগীরা আসেন চিকিৎসা করাতে। চিকিৎসা করার আগেই তারা জল মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে । এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

তারা বলছেন বছর বছর প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সরকার আসে সরকার বদলায় হাসপাতালের চিত্র বদলায় না।প্রতিশ্রুতি পাওয়া যায় সবার কাছ থেকেই কিন্তু বাস্তবায়িত হয় না। সেই একই অবস্থার কোনো পরিবর্তন হয় না। এই জ্বালা যন্ত্রণা ভোগ করেই ডোমজুড় বাসিকে হাসপাতালে চিকিৎসা করাতে আসতে হয়। এ ছাড়া উপায় কি? এখন দেখার কবে ডোমজুরবাসীর এই জ্বালা যন্ত্রনা থেকে রেহাই পায়।এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । তারা বলছেন বছর বছর প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সরকার আসে সরকার বদলায় হাসপাতালের চিত্র বদলায় না।প্রতিশ্রুতি পাওয়া যায় সবার কাছ থেকেই কিন্তু বাস্তবায়িত হয় না। সেই একই অবস্থার কোনো পরিবর্তন হয় না। এই জ্বালা যন্ত্রণা ভোগ করেই ডোমজুড় বাসিকে হাসপাতালে চিকিৎসা করাতে আসতে হয়। এ ছাড়া উপায় কি? এখন দেখার কবে ডোমজুরবাসীর এই জ্বালা যন্ত্রনা থেকে রেহাই পায়।

Leave a Comment