নিজস্ব প্রতিবেদক : ওদের কেউ ঠিকভাবে চলতে পারেন না, আবার কেউ কথা বলতে পারেন না কিমবা দেখতে পান না। এবার ওদের জন্যই ‘দুয়ারে ভ্যাক্সিন’ চালু করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বুধবার হাওড়ার আমতা বিধানসভায় বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের তত্ত্বাবধানে ‘দুয়ারে ভ্যাক্সিন’ চালু হল।
বুধবার আমতা বিধানসভার ঝিখিরা মাঝেরপাড়া এলাকায় এলাকার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে ভ্যাক্সিন দেওয়া হয়। বিধায়ক সুকান্ত পাল জানান, বহু বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ আছেন যাঁরা শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেন না। তাঁদের সুবিধার্থেই এই মানবিক উদ্যোগ।
তিনি আরও জানান, আমতা বিধানসভার মোট ১৭৮৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিকে চিহ্নিত করা হয়েছে।প্রথমদিন ঝিখিরা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে। বাকিদের খুব শীঘ্রই ভ্যাক্সিন দেওয়া হবে। বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা-২ ব্লকের স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অনিন্দ্য শিকদার, আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই সহ অন্যান্যরা।