নিজস্ব সংবাদদাতা : করোনা আবহের মধ্যেই কয়েকমাস আগেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তা অনুসরণ করেই স্বাস্থ্যবিধি মেনে বঙ্গে বিধানসভা ভোট পরিচালনায় বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই করোনার কথা মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও এবার বাড়ানো হচ্ছে বুথের সংখ্যা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে এবার হাওড়া জেলায় ১২০০ বুথ বেশি হচ্ছে। এর পাশাপাশি, প্রায় ১৬৮ টি অস্থায়ী ভোটগ্রহণ কেন্দ্র তৈরি হচ্ছে। এবার কোনো বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কোনো ভোটগ্রহণ কেন্দ্র করা যাবেনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারই জেরে সারা জেলায় মোট ১৬৮ টি অস্থায়ী ভোটগ্রহণ কেন্দ্র তৈরি হচ্ছে।
এগুলি প্লাইউড ও টিন দিয়ে রাজ্য পূর্ত বিভাগ তৈরি করবে বলে জানা গেছে। সূত্রের খবর, হাওড়া পুলিশ কমিশনারেটের বেশ কিছু এলাকা খুব ঘিঞ্জি। তা-ই সেখানে স্কুলের দ্বি-তলেও ভোটগ্রহণ কেন্দ্র করা হত। কিন্তু তা এবার হবে না। তাই হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোট ১৪৮ টি অস্থায়ী ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হচ্ছে।
অন্যদিকে, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এলাকায় ২০ টি অস্থায়ী বুথ তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, হাওড়া জেলাত এবার মোট ৫৫৫৬ টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে শহরে ২৬১২ টি ও গ্রামীণে ২৯৪৪ টি ভোটকেন্দ্র রয়েছে।