নিজস্ব সংবাদদাতা : করোনা ও দীর্ঘ লকডাউনের জেরে প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে এদেশের পর্যটন ব্যবসা। পর্যটন শিল্পের সাথে দেশের কয়েক কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কিন্তু, করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বিভিন্ন পর্যটন স্থল, হোটেল। সরকারি নির্দেশ মেনে পর্যটন কেন্দ্র ও হোটেল খুললেও ভ্রমণপিপাসু মানুষও এই পরিস্থিতিতে বাইরে বেড়াতে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন না। ফলে চরম সমস্যায় পড়েছেন পর্যটন শিল্পের সাথে যুক্ত অসংখ্য মানুষ।
পর্যটন ব্যবসা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গতকাল হাওড়া স্টেশনের বাইরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সামিল হয় হাওড়া ট্রাভেল এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের দাবি, সরকার অবিলম্বে ট্রেন ও বিমান পরিষেবা স্বাভাবিক করুক। পর্যটকদের কাছে পর্যটন ব্যবসায়ীদের আর্জি, “আপনারা আসুন। আমরা সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে আপনাদের পরিষেবা দিতে প্রস্তুত।” এর পাশাপাশি, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। শুধু হাওড়াই নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।